কাউন্সিলর শামীমা স্বাধীনকে হত্যার হুমকির নিন্দা ও প্রতিবাদ জানালেন সিসিক কাউন্সিলররা
সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীনকে অজ্ঞাত লোকজন মোবাইল ফোনে হত্যা ও প্রাণনাশের হুমকি দেয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। গতকাল এক যুক্ত বিবৃতিতে কাউন্সিলর শামীমা স্বাধীনকে একজন নির্বিবাদী, সজ্জন ও সমাজের সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ আখ্যায়িত করে জনপ্রতিনিধিরা বলেন, এর প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। অবিলম্বে শামীমা স্বাধীনের কোতোয়ালী থানায় দায়ের করা অভিযোগের সূত্র ধরে আইন-শৃংখলা বাহিনীকে প্রকৃত হুমকিদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান।
বিবৃতিদাতা কাউন্সিলররা হলেন- প্যানেল মেয়র-২ এডভোকেট সালেহ আহমদ, ২৫, ২৬ ও ২৭ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী রাজীক মিয়া, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিকন্দর আলী, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌফিক বকস লিপন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সয়ফুল আমীন বাকের, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকীব তুহিন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মোনিম, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর যথাক্রমে- কুহিনুর ইয়াসমিন ঝর্ণা, আমেনা বেগম রুমি, রেবেকা বেগম, জাহানারা খানম মিলন, দিবা রাণী দে, শাহানারা বেগম, সালেহা কবির শেফি। বিজ্ঞপ্তি