সিলেটে টমটমের বিরুদ্ধে অভিযান : ১৪টি টমটম আটক
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীতে দ্বিতীয় দিনের মতো টমটমের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। রোববার বিকেল ৩টায় নগরীর ক্বীনব্রীজ এলাকা থেকে ১৪টি টমটম আটক করে মোবাইল কোর্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী ও সহকারী কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে আরো জানা যায়, সিলেট নগরীকে যানজট মুক্ত করতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সিলেট নগরীকে টমটম শূন্য করতে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার নগরীর পাঁচটি পয়েন্টে দুই ঘণ্টার অভিযানে আটক করা হয়েছে মাত্র চারটি টমটম। প্রায় ১০ হাজার অবৈধ টমটম নগরীতে চলাচল করছে বলে অভিযোগ রয়েছে।