দক্ষিণ সুরমা থেকে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
সুরমা টাইমস ডেস্কঃ দক্ষিণ সুরমা বদিকোনা থেকে ৬৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুর দেড়টার দিকে বদিকোনা সাকিনের সিলেট-ঢাকা মহাসড়কস্থ সাদিয়া ভ্যারইটি ষ্টোরের সামনে থেকে তাকে গ্রেফাতার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম মো. মামুন আহমেদ (৩৮)। সে সিলেটের ওসমানীনগর থানার ওমরপুর গ্রামের মৃত আওলাদ মিয়া ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপি’র দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।