এমসি কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের হাসান আহমদ (২১) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার কাজিরগাও এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
বুধবার রাত সোয়া ১১টার দিকে নগরীর আখালিয়া হাওলাদারপাড়ার ৬৩নং বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাসানের মা আফছা বেগম জানান, বুধবার সন্ধ্যায় হাসান তার রুমের দরজা বন্ধ করে ঘুমাচ্ছিল। রাত ১০টার দিকে তাকে ডাকতে গিয়ে দেখা যায় রুমের দরজা বন্ধ। একপর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভেতরে ফ্যানের সাথে হাসানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।