সিলেট ডিসি অফিসের পরিত্যক্ত ভবনে দাফতরিক কাজ
সুরমা টাইমস ডেস্কঃ ঝুঁকি নিয়ে চলছে সিলেট জেলা প্রশাসনের পুরাতন লকাপ ভবন। গণপূর্ত বিভাগ পরীক্ষা করে এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার পরও ভবনটিতে বিভিন্ন দাপ্তরিক কাজ করা হচ্ছে। ফাটল ধরা ভবনের ছাদের নিচে কাজ করেন সরকারি-বেসরকারি শত শত লোকজন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিলেটের ডিসি ভবনের পেছনেই লকাপ ভবনে কর্মব্যস্ত মানুষের আনাগোনা। ভবনটির দেয়ালে লাল স্টীকার সাঁটানো। ওখানে লেখা,‘ ভবনটি পরিত্যক্ত। ভবনটি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল, আদেশক্রমে গণপূর্ত।’ কিন্তু এই ভবনের চলছে জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কার্যক্রম। নিচে নোটারি পাবলিকের মহুরিরা টেবিল বসিয়ে কাজ করছেন। শতাধিক মহুরি টেবিল বসিয়ে বারান্দায় কাজ করছেন। তাদের টেবিল ঘিরে কাজ নিয়ে আসা শত মানুষের ভিড়।
পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে কীভাবে কাজ করেন-জানতে চাইলে মহুরি শামিম আহমদ জানান, আমরা বার বার দাবি জানাচ্ছি এই ঝুঁকিপূর্ণ ভবন থেকে স্থানান্তর করার জন্য। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
ভবনটির সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় দেখা গেল, সিঁড়িতে টপ টপ করে পানি পড়ছে। ছাদের ছিদ্রপথে চুঁইয়ে চুঁইয়ে পানি পড়ছে। ২য় তলায় কালেক্টরেট ওয়েলফেয়ার সোসাইটি, ভূমি রেকর্ড রুম ও সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তার কক্ষ। ২য় তলায় প্রতিদিন ভূমি অফিসের কাজে শত শত মানুষের পদচারণা। ভবনটির দেয়ালে ফাটল থাকার পরও মানুষের এই ঝুঁকিপূর্ণ কর্মব্যস্ততা। বড় ধরনের ভূমিকম্পে ভবনটি ভেঙে পরার আশঙ্কা নিয়েই তারা এখানে কাজে আসেন।
কালেক্টরেট ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী সদস্য আফছার আহমদ জানান, ভবনটি পরিত্যক্ত। আমাদের অফিস থাকলেও আমরা ওখানে বেশি বসি না।’
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, ভবনটি প্রথমে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিত্যক্ত করা হয়েছিল। পরে আবার এটিতে কাজ করা যাবে বলায় কিছু কাজ করা হচ্ছে।’