শোষণমূক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ মে বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়। সামজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহবায়ক আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শাহজান আহমদ, অরুন চন্দ, মামুন বেপারী, প্রনব জ্যোতি পাল প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, দেশের শ্রমজীবী মেহনতী মানুষ আজ এক ভয়াবহ সংকটের সম্মুখিন। ১২৯ বছর আগেকার শ্রমিকদের সাথে দেশের বর্তমান শ্রমিকদের কোন পার্থক্য নেই। ক্ষমতা কেন্দ্রীক লড়াইয়ে প্রধান দুই দলের যুদ্ধঃদেহী বক্তব্য, হরতাল অবরোধ, প্রেট্রোল বোমায় মানুষ মারা, গ্রেফতার নির্যাতন, দেখামাত্র গুলির হুংকার জনজীবনে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরী করছে। আজকের এই পরিস্থিতির মূল কারণ শোষণমূলক পূঁজিবাদী সমাজ ব্যবস্থা। এই সংঘাতের সাথে শ্রমজীবী মানুষের স্বার্থের কোন সম্পর্ক নেই। বক্তারা বলেন, জাতীয় নূন্যতম মজুরী ১৩ হাজার টাকা, গনতান্ত্রিক শ্রম আইন প্রনয়ন সহ শ্রমিকদের ন্যায় সংগত দাবী আদায়ের পাশাপাশি শোষণমূক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি