মে দিবসে সদর দক্ষিণ গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের র্যালি
মহান মে দিবস উপলক্ষে গত শুক্রবার সকালে সিলেটের জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিনং-২৪২৩) সদর দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগেএকটি র্যালী বের করা হয়। র্যালিটি দক্ষিণ সুরমার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর শিবগঞ্জস্থ প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। সকালে রেলগেইটে র্যালিপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন, সদর দক্ষিণ উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের আহবায়ক সোহানুর রহমান সামাদ। ইউনিয়নের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও তাজুল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা হাসান মিয়া, জিয়াউল ইসলাম, দলা মিয়া, নাজিম আহমদ, নুরুল হক, আবুল হোসেন, কাজল আহমদ, কয়েস আহমদ, সাদেক আহমদ, হুশিয়ার আলী, ফয়েজ, বুরহান, খসরু, বদর, সাফিক, আখতার, মনসুর, মুর্শেদ, জুয়েল, পরিমল, মিলন, জাকির, খালেদ, শাহিন, পারভেজ প্রমূখ। সভায় বক্তারা বলেন, শ্রমিকরা মালিকদের কাছ থেকে নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছেন। তাই মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা ও ঐক্যের পরিবেশ সৃষ্টি হলে শ্রমিকরা আর নির্যাতিত হবে না। প্রেস বিজ্ঞপ্তি