সিলেটে বালাকোট সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত : ঢাকায় বালাকোট সম্মেলন সফল করুন
ঈমানী চেতনার প্রাণপুরুষ, আযাদী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার, আমিরুল মু’মিনীন শহীদে বালাকোট, ঈমামুত তরীকত হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র:) এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৬ মে ঢাকায় বালাকোট সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা গত ২৯/০৪/২০১৫ইং (বুধবার) সিলেটের সোবহানীঘাটে অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের মোহতারাম সদস্য সচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। সভায় বক্তারা বলেন, সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র:) ছিলেন ভারত উপ মহাদেশের ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা, তরিকায়ে মুহাম্মদিয়ার প্রতিষ্ঠাতা। তিনি শুধু মুসলমানদের ঈমান আকীদা রক্ষার লক্ষ্যেই তার আন্দোলন চালননি বরং ভারতীয় উপমহাদেশের অত্যাচারী শিখ ও ব্রিটিশদের কবল থেকে মুসলমানদের ইজ্জত আবরু স্বাতন্ত্র ও স্বকীয়তা রক্ষার লড়াইয়ে অবতীর্ণ হয়ে ১৮৩১ সালে ৬ মে বালাকোট ময়দানে শাহাদত বরণ করেন। ইতিহাসে তাঁর নাম স্বর্র্ণাক্ষরে লিখা রয়েছে। তিনি আমাদের ঈমানী চেতনার প্রাণপুরুষ ছিলেন। তাই তাঁর চেতনাকে মুসলিম সমাজে বাস্তবায়নের লক্ষে আগামি ৬ মে ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত বালাকোট সম্মেলন সফল করার জন্য তরিকায়ে মুহাম্মাদিয়ার সকল অনুসারীদের প্রতি উদাত্ত আহবান জানান। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মঈনুল ইমলাম পারভেজ, অর্থ সম্পাদক মাওলানা আবু ছালেহ কুতবুল আলম, তালামীযের কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, নাজমুল হুদা খান, মোহাম্মদ আজির উদ্দিন পাশা, নজির আহমদ হেলাল, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সিলেট জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, সহ সভাপতি মাওলানা শেহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, সিলেট মহানগর আলইসলার সহ-সভাপতি হাফিজ নোমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান, আল ইসলাহ নেতা হাফিজ মনজুর হোসেন, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ উদ্দিন, অফিস সম্পাদক মুহিবুর রহমান, সহ অফিস সম্পাদক আখতার হোসেন জাহেদ, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আবুল ফজল তো¡হা। উপস্থিত ছিলেন মহানগর তালামীয সভাপতি হুমায়ুনুর রহমান লেখন, শাবিপ্রবি শাখা সভাপতি দুলাল আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি কাওসার আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি সুহাইল তালুকদার, পূর্বজেলা সভাপতি ওসমান গনি, হবিগঞ্জ জেলা সভাপতি লিয়াকত আলী তালুকদার, সুনামগঞ্জ জেলা সভাপতি মুহিবুুর রহমান আক্তার, সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি তৌরিছ আলী, হবিগঞ্জ জেলা সহ সভাপতি আব্দুল মুহিত রাসেল, মহানগর সাধারণ সম্পদক খলিলুর রহমান সুমন, পশ্চিম জেলা সাধারন সম্পদক ফারুক আহমদ, প্রমুখ। বিজ্ঞপ্তি