ধোপাদীঘিরপারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর ধোপাদীঘির উত্তরপারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৫৫ মিনিটে অনুরাগ হোটেলের সামনের ‘প্লাস পয়েন্ট’ নামের পোশাক বিপণীতে এ আগুন লাগে। এতে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্লাস পয়েন্ট পোশাকের দোকানটি তিনতলা বিশিষ্ট ভবনের নিচতলায় অবস্থিত। গতকাল রাত প্রায় ৯ টার দিকে হঠ্যৎ বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পোশাকের দোকান হওয়ায় নিমেষেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। অল্পের জন্য অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। এতে দোকানের মালামাল পুড়ে গিয়ে ১২ লাখ টাকার ক্ষতি হয়। এতে ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় প্রায় দেড় কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়। তবে কেউ হতাহত হননি।
তালতলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, আগুনের খবর পেয়ে দ্রুত দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অর্ধ ঘন্টা চেষ্টা চালিয়ে পোশাকের দোকানের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে মালামাল পুড়ে গিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে দেড় কোটি টাকার মালামাল আগুনের হাত হতে রক্ষা করা হয়েছে। তিনি বলেন-বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।