খাদিমূল কুরআন পরিষদের তাফসির মাহফিল সম্পন্ন
আল্লাহর নির্দেশিত পথ ও মহানবীর তরিকা মত চলাই মানব জাতির একমাত্র মুক্তির বিদ্যমান
———–মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী
আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী বলেছেন, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআনের শিক্ষা ও আদর্শ থেকে বিচ্যুতির কারণেই সমগ্র পৃথিবীতে অশান্তি নেমে এসেছে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, মানবতার কল্যাণে ইসলামের সুমহান শিক্ষা ও আদর্শ বাস্তবায়িত হলে সমাজ রাষ্ট্র তথা পৃথিবী থেকে সকল প্রকার খুন, খারাবী, হত্যা, লুন্ঠন, ব্যাভিচার ও পাপাচার দূরিভূত হয়ে যাবে। তিনি বলেন, মুসলমানরা তাদের নৈতিক শিক্ষা থেকে দূরে থাকার কারণেই আজ মুসলিম মিল্লাত অধঃপতনের দিকে যাচ্ছে। নামাজ, রোজা, হজ্ব, যাকাত সহ ইসলামের স্তম্ভগুলো পরিপূর্ণভাবে পালন করে মোমিন নর-নারীগণ যদি কুরআন-হাদীসের আলোকে নিজের জীবন গড়ে তুলে তাহলে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি পাবে। মাওলানা ওলীপুরী সকল মুসলমানদের প্রতি হালাল-হারাম ও জায়েজ-নাজায়েজ মেনে চলার আহবান জানিয়ে বলেন, বর্তমান সময়ে ধর্মের নামে শিরক-বিদআতের ছড়াছড়িতে মুসলমানদের ঈমান-আক্বিদা বিধ্বংসের ষড়যন্ত্র চলছে। মাজার, কবর পুজা ও শিরক বিদআতের মূল উৎপাটনে উলামায়ে হক্বানীদের আরো বলিষ্ঠ ভূমিকা পালন এবং সমাজের সচেতন মানুষদের জাগিয়ে তুলতে হবে। তিনি সঠিকভাবে ইবাদাত-বন্দেগীতে মনোনিবেশ হওয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, আল্লাহর নির্দেশিত পথ ও মহানবী (সা:)-এর তরিকা মত চলাই মানব জাতির একমাত্র মুক্তি বিদ্যমান।
গতকাল এয়ারপোর্ট রোড বড়শলা নতুন বাজার মাঠে খাদিমূল কুরআন পরিষদ এয়ারপোর্ট থানার উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ কালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। সংগঠনের সভাপতি মাওলামা মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত তাফসির মাহফিলে বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন প্রখ্যাত ইসলামী আইন বিশেষজ্ঞ দরগাহে শাহজালাল (রহ.) মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া, কাতিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা হাফিজ ইমদাদুল্লাহ, খাদিমূল কুরআন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী। অন্যান্যের মধ্যে বয়ান পেশ করেন জামেয়া আমিনিয়া মংলিপার হাজী নগর মাদ্রাসার শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা সাদিকুর রহমান, মাওলানা মাওলানা আনছার উদ্দিন প্রমুখ। ক্বেরাত পাঠ করে হাফিজ আমিনুর রহমান, তারানা পাঠ করে বেলাল আহমদ। মাহফিল শেষে জিন্দা-মুর্দা সকলের কল্যাণ ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। বিজ্ঞপ্তি