৬ মে সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে সম্মেলন
আজ সিলেটে প্রস্তুতি সভা
ঈমানী চেতনার প্রাণপুরুষ, আযাদী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার, আমীরুল মু’মিনীন, শহীদে বালাকোট, ইমামুত তরীকত হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে সম্মেলন আগামী ৬ মে বুধবার সকাল ১১টায় ঢাকাস্থ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আহসান উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর হযরত মাওলানা সালাহ উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্ব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, মশুরীখোলা দরবার শরীফের পীর ছাহেব শাহ মোহাম্মদ আহসানুজ্জামান ছাহেব, দ্বারীয়াপুর দরবার শরীফের পীর ছাহেব অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম ছাহেব, ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা সৈয়দ শরাফত আলী। এছাড়াও সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.)-এর উত্তরসূরী পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ-চিন্তাবিদগণ সম্মেলনে বক্তব্য রাখবেন। এদিকে সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে সম্মেলন সফলের লক্ষ্যে আজ (২৯ এপ্রিল) বুধবার বিকাল ২টায় সিলেটে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিতব্য প্রস্তুতি সভায় বাংলাদেশ আনুজমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি, আনজুমানে মাদারীছে আরাবিয়া ও জমিয়াতুল মোদার্রেছীন সিলেট বিভাগের সকল জেলা, মহানগর ও উপজেলা শাখার দায়িত্বশীলদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি