যেকোনো মূল্যে জেতাটা বিজয় নয়
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপি তিন সিটি করপোরেশন নির্বাচন বর্জন করায় হতাশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন মার্শা ব্লুম বার্নিকাট। একই সঙ্গে বিরোধীদের ভীতি প্রদর্শন এবং সহিংসতার খবরে নিন্দা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে এক টুইটবার্তায় বার্নিকাট বলেছেন, ‘প্রাথমিকভাবে পাওয়া ভীতিপ্রদর্শন ও সহিংসতার খবর এবং নির্বাচনে এসব খবরের প্রভাব দেখে আমি হতাশ।’
তিনি অপর এক টুইটবার্তায় বলেন, ‘যেকোনো মূল্যে জেতাটা কোনোভাবেই বিজয় নয়।’
উল্লেখ্য, কেন্দ্র দখল, এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোট জালসহ নানা অনিয়মের অভিযোগ বিএনপি, গণসংহতি সমিতি ও সিপিবি-বাসব সিটি নির্বাচন বর্জন করেছে।