লিডিং ইউনিভার্সিটিতে ব্লাস্ট-এর আইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট সিলেট ইউনিটের উদ্যোগে ও ডব্লিউ আই জে প্রকল্পের আওতায় সিলেট লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্রীদের নিয়ে গতকাল ২৬ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০ টায় ভার্সিটির হলরুমে বিচার কাজে নারীর অংশগ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও ডব্লিউ আই জে প্রকল্পের প্রকল্প ম্যানেজার রেবেকা সিনহার উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্লাস্ট সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর মো: ইরফানুজ্জামান চৌধুরী।
বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন এজিপি এডভোকেট দীনা ইয়াসমিন, এডভোকেট জোৎস্না ইসলাম, লিডিং ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার নুসরাত হাসিনা, এসিসটেন্ট প্রফেসর আব্দুল্লাহ আল-মামুন, মুসাব্বির চৌধুরী রনি, ডব্লিউ আই জে প্রকল্প-এর এডভোকেসী অফিসার শেখ ফারজানা আহমদ, স্কলারশীপ ফেলো তাশকিয়া তাসনীম তিশা প্রমুখ। বিজ্ঞপ্তি