১ম জালালাবাদ রয়েল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্টিত
গতকাল শুক্রবার ১ম জালালাবাদ রয়েল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০১৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়। ওয়াহিদুস সামাদ পাপ্পুর সভাপতিত্বে ও জান্নাত জামিল, মুমিনের পরিচালনায় পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব আহমদ খান, উপস্থিত ছিলেন রমজান আলী, রুয়েব আহমদ, নুরজ্জামান অপু, বকুল আহমদ, শহীদুর রহমান সুমন, পেরিস আহমদ পাপেল, এহসানুল হক প্রমুখ। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পালন করেন নয়ন, মেহেদী, রেজওয়ান, ফারহান। রেফারির দায়িত্ব পালন করেন মালেক আহমদ। খেলায় ৩২ টি দল অংশ গ্রহন করে, ফাইনাল খেলায় উপশহর স্পোর্টিং ক্লাবকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজীত করে জালালাবাদ একাদশ শিরোপা জয় করে। ম্যান আব দ্যা ম্যাচ নির্বাচিত হন সুনাম আহমদ প্রেস বিজ্ঞপ্তি