চুনারুঘাটে আশা কর্তৃক আয়োজিত ও বিশ্ব ব্যাংকের সহযোগীতায় কমিনিটি লিডার সভা
এম এস জিলানী আখনজী:চুনারুঘাট প্রতিনিধি। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপির ৮নং ওয়ার্ডের গনকিরপাড় গ্রামে এইচপি আশার আয়োজনে ও বিশ্ব ব্যাংকের সহযোগীতায় গত ২১/০৪/১৫ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১টায় কমিউনিটি লিডার ওরিয়েন্টেশন সভা অনুষ্টিত হয়। ৮নং ওয়ার্ডেও সম্ভাব্য মেম্বার পদ-পাত্রী ও বাপ্পী স্যানেটারীর প্রোপাইটার দিদার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন এইচপি আশার সিনিয়র ট্রেনিং অফিসার শংকর চন্দ্র গুহা ও মিজানুর রহমান চৌধুরী। আশার ফিল্ড অফিসার কামরুল হাসান শামীম। আমুরোড আশার ম্যানেজার কাজী হাফিজুর রহমান। চন্দ্র মল্লিকা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির চেয়ারম্যান উছমান গণি কাজল, আ: মালেক, বাউল শিল্পি তৈয়ব আলী সরকার প্রমূখ। তাদের একটাই শ্লোগান মোবাইল আর টিভি হয়ে যাবে মূল্যহীন, যদি বাড়ীতে না থাকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন।