শিশু আনন্দমেলায় মুক্তাক্ষর
বাংলাদেশ শিশু একাডেমী সিলেট জেলা আয়োজিত দু’দিন ব্যাপী শিশু আনন্দমেলা কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবীবাজারস্থ স্থানে অনুষ্টিত হয়। গত ১৮এপ্রিল বিকাল সাড়ে ৪টায় মুক্তাক্ষর সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করে অডিটোরিয়াম মঞ্চে। মুক্তাক্ষরের শিক্ষার্থীরা বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় প্রাণে প্রাণে বৈশাখ নির্মানটি উপস্থাপন করে। প্রিয়াশ্রী কর পিউ ও সাদমান সাকিব নাবিলের উপস্থাপনায় পুঁথি পাঠ,সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে মুক্তাক্ষরের শিক্ষার্থীরা। প্রদর্শনী ষ্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করে মুক্তাক্ষর। রাত ৭টায় ষ্টল ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য মুক্তাক্ষরকে পুরষ্কার প্রদান করা হয়। উল্লেখ্য যে পহেলা বৈশাখ উপলক্ষে শিশু একাডেমী ও সিলেট জেলা শিল্পকলায় চিত্রাংকন প্রতিযোগীতায় মুক্তাক্ষরের রাফি অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে।