আইন-শৃংখলা পরিস্থিতিতে গণদাবী পরিষদের গভীর উদ্বেগ
সিলেটের আইন শৃংখলা পরিস্থিতির অবণতিতে গভীর ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে চুরি, ডাকাতি, অপহরণ বন্ধ করে আইন শৃংখলা স্বাভাবিক করার জন্য জোর দাবী জানান। সভায় প্রশাসনের নজরদারীতে সিলেট মহানগরে কোজ সার্কিট ক্যামেরা স্থাপনের জন্য জোর দাবী জানান।
গণদাবী পরিষদের সাপ্তাহিক সভায় এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় বিগত ১৪/৪/২০১৫ ইং তারিখে সিলেটের জেলা প্রশাসকের গাড়ী হইতে মাদক উদ্ধারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিচার বিভাগীয় তদন্তের জন্য জোর দাবী জানান। সভায় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর বড় ভাই প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান।
সভায় বক্তব্য রাখেন মারিয়ান চৌধুরী মাম্মী, হাজি লোকমান মিয়া, নজরুল ইসলাম চুনু, এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, ইকবাল হোসেন আফাজ, এডভোকেট চৌধুরী রহমত এলাহী রাজ, মুহিবুল ইসলাম ফটিক, খছরুজ্জামান খছরু, পারভেজ হাসান সাগর, ঈসান হাসান মারুফ প্রমুখ। বিজ্ঞপ্তি