গাছের সাথে এ কেমন শত্রুতা !!
চান মিয়া, ছাতক থেকেঃ ছাতকে কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামের প্রবাসী আবদুস ছোবানের বাগান বাড়ির বিভিন্ন ধরণের ১৮টি গাছ কর্তন করেছে দূর্বৃত্তরা। রাতের আধারে এসব গাছ কর্তন করার অভিযোগে ১৬এপ্রিল আবদুস ছোবানের পুত্র আবুল খায়ের থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৭৯১) দায়ের করেছেন। জানা যায়, আজিদরপুর মৌজাস্থিত রায়সন্তোষপুর গ্রামের উত্তর পার্শ্বে প্রায় ১৫শতক জমিতে পাঁচ বছর আগে পৃথক দুটি বাগান বাড়ি নির্মাণ করেন প্রবাসী আবদুস ছোবান। এখানে রেন্টি, বেলজিয়াম, শিলকরই, জাম, মেহগিনি, কদমসহ বিভিন্ন ধরণের গাছ রোপন করেন। আবদুস ছোবান প্রবাসে থাকায় এটির দেখা শুনা করেন, তার কলেজ পড়–য়া পুত্র জিডির বাদি আবুল খায়ের, রুবেলসহ অন্যান্য সহোদররা। ১৪এপ্রিল রুবেল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুমুর্ষ অবস্থায় পরিবারের লোকজনরা তাকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সুযোগে ওই দিন রাতে অজ্ঞাত নামা দূর্বৃত্তরা বাগান বাড়ির বিভিন্ন ধরণের প্রায় ১৮টি গাছ কর্তন করে ৬০হাজার টাকার ক্ষতি সাধন করেছে।