মরমি গীতিকবি গিয়াসউদ্দিন আহমদ ও নাট্যকার বিদ্যুৎ কর স্মরণ আজ
দেশবরেণ্য মরমি গীতিকবি গিয়াস উদ্দিন আহমদ’র দশম মৃত্যুবার্ষিকী ও দেশবরেণ্য নাট্যকার বিদ্যুৎ কর’র প্রয়াণের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে প্রারম্ভিকা প্রকাশ সিলেট’র উদ্যোগে আজ শনিবার সন্ধ্যা ছয়টায় সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সংগঠনের কর্ণধার ধ্রুব গৌতম সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংস্কৃতিকর্মীসহ সুধীজনদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি