তারাপুর চা বাগান গণহত্যা দিবস আজ

সিলেট শহরের পাঠানটুলা-করের পাড়া এলাকায় অবস্থিত তারাপুর চা বাগান গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে ৪০-৫০ জন পাক সেনা কর্মকর্তারা ভোরবেলা চা বাগানের কোয়ার্টারসহ বাংলো ঘেরাও করে চা বাগানে কর্মরত প্রায় অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের ফটো তুলে ডান্ডি কার্ড দেয়ার নাম করে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। তারাপুর চা বাগান গণহত্যা দিবস উপলে পঙ্কজ কুমার গুপ্ত কর্তৃক নির্মিত তারাপুর চা বাগান স্মৃতিসৌধ প্রাঙ্গণে আজ সিলেটের সকল প্রগতিশীল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় পারমিতা, সিলেট’র উদ্যোগে সকাল সাড়ে নয়টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও প্রতিবাদী সংগীত পরিবেশনের আয়োজন করা হয়েছে। পারমিতা, সিলেট এর পরিচালক ধ্র“ব গৌতম অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। বিজ্ঞপ্তি