কুমারগাঁওয়ে রেস্টুরেন্টে হামলা, ব্যবসায়ী আহত
সুরমা টাইমস ডেস্কঃ শহরতলীর কুমারগাঁওয়ে একটি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে কয়েকজন যুবক। তারা রেস্টুরেন্টের মালিককে মারধর করে গুরুতর আহত করে। এছাড়া রেস্টুরেন্টের ফ্রিজ ও টেলিভিশনসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।
শুক্রবার বিকেল ৫টার দিকে কুমারগাঁওস্থ শতাব্দী রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। হামলার সত্যতা নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি আখতার হোসেন।
আহত রেস্টুরেন্ট মালিক শেখ সামসুদ্দিন কিবরিয়াকে (৬৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি সিলেট নগরীর দরগামহল্লা ১১৪/বি শাহ কমপ্লেক্সের মৃত শেখ মঈন উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শুক্রবার বিকেলে আলী নামের এক যুবক তার কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে শতাব্দী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। খাবারের বিল দেয়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আলী ও তার সহযোগীরা রেস্টুরেন্টের মালিক সামসুদ্দিন কিবরিয়ার উপর হামলা চালায়। তাকে মারধর করে গুরুতর আহত করে যুবকরা।
পরে আলী ও তার সহযোগীরা রেস্টুরেন্টের আসবাবপত্র ভাঙচুর করে পালিয়ে যায়।