সুনামগঞ্জে বজ্রপাতে ৪ কৃষক নিহত

Thunderসুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিহত হয়েছেন ৪ জন কৃষক। আহত হয়েছেন আরো ২ জন। শুক্রবার বিকাল ৩ টার দিকে দিরাই উপজেলার বাবরগাঁও হাওরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে নিহত হন তিন কৃষক । এছাড়া জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে মারা গেছেন আরেক কৃষক।
দিরাই উপজেলায় নিহতরা হলেন দিরাই উপজেলার বরার গাঁও গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে জমসেদ আলী (৪৫), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের কনা মিয়ার ছেলে মিলাদ মিয়া (১৭) ও দিরাই উপজেলার চরনারচর গ্রামের নরেন্দ্র দাসের ছেলে জ্ঞানেন্দ্র দাস (৬২)। এদিকে জামালগঞ্জে নিহত কৃষকের নাম বাঁধন মিয়া (৩৩)।
এসব ঘটনায় আহতরা হচ্ছেন রজনীগঞ্জ শান্তিপুর গ্রামের হরমুজ আলীর ছেলে আু তাহের (৩০) ও শাল্লা ফয়জুল্লাহ পুরের সুরুজ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০) । তাদেরকে দিরাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হযেছে । বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দিরাইয়ে নিহত কৃষকদের মৃতদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দিরাই উপজেলা হাসপাতাল সূত্র জানিয়েছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, হাওরের কাজ করার সময় বজ্রপাতে নিহত হন কৃষক বাঁধন মিয়া।