ছাতকে অবৈধ রাজমিস্ত্রি কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন দফতরে অভিযোগ
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি: ছাতকে রাজমিস্ত্রি সমাজ কল্যাণ যুব সংঘের বর্তমান অবৈধ কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবরে রোববার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের অনুলিপি ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী অফিসার বারাবরে দেয়া হয়। বঞ্চিত রাজমিস্ত্রি ও মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দ আহমদ, সাবেক সভাপতি ময়নুল হক, ছুবহান ও দরবেশ আলী, সাবেক সহ সভাপতি সেলিম আহমদ, সাবেক সেক্রেটারী হিজরত আলী, সাবেক কোষাধ্যক্ষ আনা মিয়া স্বাক্ষরিত দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৯৫ সালে ৩২জন সদস্য নিয়ে ছাতক রাজমিস্ত্রি সমাজ কল্যাণ যুব সংঘ গঠনের পর ২০০৩ সালে উপজেলা সমাজসেবা অফিস থেকে অনুমোদন লাভ করে। যার রেজি নং-৬৫০/২০০৩। এসময় ৯সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হয়। ২০১৪ সালে সংগঠনের সদস্য সংখ্যা ১শ’৬৭জনে উন্নীত হওয়ায় কার্যকরি কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দিলে ১৭ সেপ্টেম্বর পুরাতন কমিটি সাময়িকভাবে অনুমোদন করানো হয়। অনুমোদনের পর বর্তমান সভাপতি ১০-১৫জন সদস্যের প্ররোচনায় স্বেচ্ছাচারিতার আশ্রয় নেন। তার কাছে সংগঠনের আয়-ব্যয়ের হিসেব চাওয়া হলে হিসেব না দিয়ে সময় অতিবাহিত করতে থাকেন এবং সাধারণ সভার আহবান করার তাগিদ দিলে সময় ক্ষেপন করতে থাকলে এ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। সভাপতি একক ক্ষমতা বলে সংগঠন পরিচালনা করতে থাকেন। বিরোধ নিষ্পত্তি না হওয়ায় সাধারণ সম্পাদক পদত্যাগ করতে বাধ্য হন। এর পর সভাপতি একটি অবৈধ কমিটি গঠন করে সংগঠন পরিচালনা করে যাচ্ছেন।