বড়লেখায় নকলের সুযোগ না পেয়ে পরীক্ষার্থীদের বিশৃংখলা
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় রোববার এইচএসসি’র ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালীন বড়লেখা ডিগ্রি কলেজ কেন্দ্রের আওতাধীন গ্রামতলা দাখিল মাদ্রাসা ভেন্যুর তিন নম্বর কক্ষে নকল করার সুযোগ না পেয়ে পরীক্ষার্থীরা ব্যাপক বিশৃংখলা সৃষ্টি করেছে। এ সময় উত্তেজিত পরীক্ষার্থীরা একজন কক্ষ পরিদর্শককেও লাঞ্ছিত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কতিপয় ছাত্রের অনৈতিক কর্মকর্তা বিশৃংখলায় এ কেন্দ্রের সাধারণ পরীক্ষার্থী প্রায় বিশ মিনিটের পরীক্ষায় ব্যাঘাত ঘটে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বড়লেখা ডিগ্রি কলেজ কেন্দ্র-১ গ্রামতলা দাখিল মাদ্রাসা ভেন্যুতে সকাল দশটায় এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা শুরু হয়। ভেন্যুর তিন নম্বর কক্ষের পরীক্ষার্থীরা শুরু থেকেই নানাভাবে নকলের চেষ্টা চালায়।
দুপুর সোয়া বারটার দিকে পরীক্ষার্থীরা নিজেদের সিট ছেড়ে এলোমেলোভাবে দৌঁড়াদৌঁড়ি করে হলের মধ্যে ব্যাপক বিশৃংখলা সৃষ্টি করে। পরীক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে গিয়ে শিক্ষার্থী কর্তৃক একজন হল পরিদর্শক শারীরিকভাবে লাঞ্ছিত হন। তাদেও হৈ-হুল্লোড় ও আসবাবপত্র ছাপড়ানোর ঘটনায় সাধারণ পরীক্ষার্থী, শিক্ষক ও আশপাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরীক্ষা কেন্দ্রে উত্তেজনার খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাধারণ পরীক্ষার্থীরা জানায়, দাসেরবাজার স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীরা নকল করার দাবিতে পরীক্ষা হলে বিশৃক্সক্ষলা সৃষ্টি করে একজন হল পরিদর্শককে লাঞ্ছিত করা হয়। এ বিষয়ে বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব ঘটনার সত্যতা স্বীকার করে এ সংবাদ তৈরির সময় এ প্রতিনিধিকে জানান, এ ঘটনায় কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর জন্যে নোটিশ করা হবে।