দেশে অরাজকতা ও বোমাবাজি করার প্রতিবাদে আলোচনা সভা করেছে মিলান আওয়ামিলীগ
নাজমুল হোসেন,মিলান থেকেঃ সারাদেশে হরতাল ও অবরোধের নামে বিএনপি জামাত জোটের পেট্রোল বোমায় পুড়িয়ে মানুষ হত্যা ও তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা করেছে মিলান আওয়ামিলিগ। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মহসিন মিলনের সভাপতিত্বে যুগ্মসম্পাদক দানিয়াল খান ও আবাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামিলিগ নেতা মাহবুবুর রহমান হান্নান মাস্টার,সাধারণ সম্পাদক সিরাজ খালাসী,প্রজন্মলিগের সভাপতি সহিদুল ইসলাম নুর,সহ সভাপতি শাহাজান মাতব্বর,মুক্তিযুদ্ধ আব্দুল মতিন,প্রজম্ন্মলিগের সহ সভাপতি মাজেদুর রহমান,প্রজন্মলিগের সাংগঠনিক সম্পাদক হেকিম মাতব্বর,মহিলা সম্পাদিকা ইয়াসমিন আক্তার পুতুল সহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন,সারাদেশে হরতাল ও অবরোধের নামে বিএনপি জামাত জোটের পেট্রোল বোমায় পুড়িয়ে মানুষ হত্যা ও তান্ডবের নামে যে অরাজকতা সৃষ্ঠি করছে তার তীব্র নিন্ধা জানানো হয়। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার দেশ বিরোধী চক্রান্ত ও মিথ্যাচারের বিরোদ্ধে স্বাধীনতা স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে তাদেরকে রুখতে হবে।বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি পেয়েছে লাল বৃত্ত সবুজ পতাকা। বিশ্বের দরবারে আমরা গৌরভ ও গর্বের সাথে উচ্চারন করছি বাংলা আমার ভাষা বাংলা আমার দেশ। যতদিন পর্যন্ত সকল চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত আমাদের ক্যাম্পেইন চালিয়ে যেতে হবে।