হালাল ব্যবসা করলে আল্লাহ ব্যবসায় বরকত দেন : হুইপ সিলেম উদ্দিন

Selim uddin mp pic (08.04.15)জকিগঞ্জ-কানাইঘাটের সাংসদ ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন বলেছেন, হালাল ব্যবসা করলে, মজুদদারী না করলে, সততা ঠিক রাখলে আল্লাহ ব্যবসায় রহমত ও বরকত দেন। সেই ব্যবসায়ী যুগ যুগ ধরে ঠিকে থাকে। ব্যবসাও ইবাদত। তাই ব্যবসায়ীদের উচিৎ পণ্যের গুনগত মান ঠিক রেখে ভোক্তাদের কাছে কম লাভে পন্য সরবরাহ করা। গতকাল বুধবার বিকেলে নগরীর রিকাবীবাজার স্টেডিয়াম মাকের্টস্থ নবান্ন উৎস রাইসের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
নবান্ন উৎসব রাইসের সত্ত্বাধীকারি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বসির লস্কর, মজিুর উদ্দিন চাকলাদার চেয়ারম্যান, ব্যবসায়ী শফিক মিয়া, ব্যাংক এশিয়া রিকাবিবাজার শাখার ম্যানেজার আব্দুস সালাম, মাছুম আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন- মাওলানা আব্দুস সালাম। বিজ্ঞপ্তি