ছাত্র যুব ফেডারেশনের গণস্বাক্ষর : অবিলম্বে ইউকে ভিসা সিদ্ধান্ত বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিন
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইউকে ভিসা প্রদানের সিদ্ধান্ত ক্ষমতা ভারত থেকে বাংলাদেশে অবিলম্বে ফিরিয়ে আনার দাবীতে গতকাল সোমবার বিকেলে সিলেট নগরভবন প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচী পালনকালে বক্তারা বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনের অধীনে পূর্বাবস্থায় ইউকে ভিসা প্রদানের সিদ্ধান্ত ক্ষমতা ভারত থেকে ফিরিয়ে আনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে ব্রিটিশ হাইকমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রীর নিকট জোর দাবী জানান। বক্তারা সামগ্রীক উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়া বাংলাদেশের নাগরিকদের ন্যায্য এই দাবী পুরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের নির্বাহী কমিটির সভাপতি নূর মোহাম্মদ খান তাইফুরের সভাপতিত্বে এ গণস্বাক্ষর কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান, সিলেট বিভাগীয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ সিরাজী, ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন, যুবনেতা এম.এন.এম. তানভীর, আহমেদ শাহীন, ফেডারেশনের নির্বাহী সহ-সভাপতি রুহেল খান, আহমদ আলী আরিফ, নির্বাহী সদস্য আহমেদ সানি। গণস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহণ করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পাবলিসিটি সেক্রেটারী সাংবাদিক আবু তালেব মুরাদ। বিজ্ঞপ্তি