সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে পর্যালোচনা সভা ও সাপ্তাহিক নিয়মিত সভা অনুষ্ঠিত
প্রবাসী অধ্যুষিত সিলেট নগরীকে সমস্যাবিহীন নগরী হিসেবে প্রতিষ্ঠিত করা প্রয়োজন … সিলেট কল্যাণ সংস্থা
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ৪ এপিল ২০১৫ শনিবার বিকাল ৩টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে ১লা এপ্রিল ২০১৫ বুধবার বেলা ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে ‘‘সিলেট নগরীর নাগরিকদের মশার ক্রমবর্ধমান উপদ্রব থেকে রক্ষা পেতে মশা নিধনে মাঠ পর্যায়ে ওষুধ ব্যবহারে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে মশারী টাঙ্গিয়ে প্রতিকী অবস্থান কর্মসূচী’’ পরবর্তী পর্যালোচনা সভা ও সাপ্তাহিক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা উপস্থাপন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে বিভিন্ন স্থানীয় দৈনিক, জাতীয় দৈনিক, ইলেট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ায় নিয়মিত খবর প্রকাশ করায় সকল সাংবাদিকবৃন্দদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা পোষণ করা হয়। সংস্থার পক্ষ থেকে ১ এপ্রিল অনুষ্ঠিত সংস্থা আয়োজিত জনসাধারনের অন্যতম দাবী মশা নিধনে কার্যকর পদক্ষেপের জন্য মশারী টাঙ্গিয়ে প্রতিকী অবস্থান কর্মসূচী প্রচারে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখায় সিলেট এর প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার সর্বস্তরের সম্মানিত সাংবাদিকদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার ’’শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত’’ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে জাতীয় যুব দিবস ২০১১ এ বিভাগীয় যুব পুরস্কার ‘‘সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত’’ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় সভায় বিভিন্ন অভিমত উপস্থাপন করে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, এ.কে.কামাল হোসেন, হুমায়ূন রশিদ চৌধুরী, মোঃ ফজলুল করিম চৌধুরী মিনহাজ, মোঃ জহিরুল ইসলাম জহির, বিপ্র দাস বিশু বিক্রম বিজন, মোঃ আলী হোসেন ও মোঃ সাগর আহমদ। সভায় প্রবাসী অধ্যুষিত সিলেট নগরীকে সমস্যাবিহীন নগরী হিসেবে প্রতিষ্ঠিত করা অধিক প্রয়োজন বলে উপস্থিত সকলেই মনে করেন এবং সিলেট নগরীর প্রতিটি সমস্যা নির্ধারন করে পরিকল্পিত ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিত্রানের প্রয়োজনীয়তা আছে বলে জোর আশা প্রকাশ করে। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ৭ এপ্রিল ২০১৫ মঙ্গলবার বেলা ১১টায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান, ৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরনে সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করায় সিলেট কল্যাণ সংস্থার পক্ষ থেকে মাননীয় বিভাগীয় কমিশনারের মাধ্যমে অভিনন্দন বার্তা প্রেরন, ১২ এপ্রিল রবিবার বেলা ১১টায় সিলেট নগরীর জনসাধারনের স্বাচ্ছন্দে চলাচলের ফুটপাত দখলমুক্ত করার দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান, ১৫ এপ্রিল বুধবার বেলা ১১টায় নগরীর সর্বস্তরের রিক্সাযাত্রী সাধারনের অবস্থা বিবেচনা করে রিক্সা ভাড়া নির্ধারনের দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান ও আগামী ১৯ এপ্রিল ২০১৫ রবিবার বেলা ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে ‘‘মশা নিধনে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ, বর্ষাকাল প্রারম্ভে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ, নাগরিকদের ফুটপাত দখলমুক্ত করার দাবীতে কার্যকর পদক্ষেপ ও নগরীতে চলাচলে রিক্সা ভাড়া নির্ধারনে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবীতে ১০ মিনিট শোয়া কর্মসূচী’’ পালনের সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে পর্যালোচনা সভা ও নিয়মিত সভা সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি