বালাগঞ্জে হামছাপুর কেন্দ্রীয় বায়তুন নূর জামে মসজিদ উদ্বোধন
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জের হামছাপুর কেন্দ্রীয় বায়তুন নূর জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ-জুমআ মসজিদটি পুনঃ নির্মাণ শেষে প্রধান অতিথি হিসেবে আনুষ্টানিক উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর। উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডি’র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদেও ভাইস-চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, পূর্ব পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সান-উল্লাহ , বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন মনসুর, সমাজসেবী মছব্বির আলী, সমসের আলী, একে এম ফয়সল, ইয়াহিয়া, সুজন, শাহ-আলম প্রমূখ।
উল্লেখ্য ১৮৯৭ সালে মসজিদটি নির্মাণ হওয়ার পর গ্রামবাসীর নামাজ আদায় করার জায়গার সংকুলান না হওয়ায়, প্রবাসী সিরাজ আহমদ ও অন্যান্য প্রবাসী এবং এলাকার বিত্তবানদের সার্বিক সহযোগিতায় প্রায় অর্ধকোটি টাকার ব্যয়ে মসজিদের পুনঃ নির্মান কাজ সম্পন্ন হয়েছে। মসজিদটি পুনঃ নির্মাণ হওয়ায় গ্রামবাসীর দীর্ঘ দিনের আশা পূর্ন হয়েছে বলেও তারা জানান।