প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সিলেট কল্যাণ সংস্থা’র আনন্দ শোভাযাত্রা
ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফাইট চালু করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে অভিনন্দন বার্তা প্রেরনের উদ্যোগ গ্রহণ
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র আয়োজনে ১ এপিল ২০১৫ বুধবার বেলা সাড়ে ১২টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন পর্যন্ত ‘‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং ব্যবস্থা গ্রহণ করে বহিঃর্বিশ্বের সাথে সরাসরি আন্তর্জাতিক ফাইট চালু করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা’’ অনুষ্ঠিত হয়। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার ’’শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত’’ মোঃ এহছানুল হক তাহেরের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় বৃহত্তর সিলেটের বিভিন্নস্তরের সুশীল ও যুব নেতৃবৃন্দ স্বতঃস্ফর্তভাবে অংশগ্রহণ করেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরর সভাপতিত্বে হবিগঞ্জের যুবনেতা মোঃ ফজলুল করিম চৌধুরী মিনহাজের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা শিক্ষানুরাগী হাজী মোঃ রজব আলী দেওয়ান, সিলেটের যুব নেতা এ.কে.কামাল হোসেন, সাদিকুর রহমান, বিপ্র দাস বিশু বিক্রম বিজন, মোঃ জহিরুল ইসলাম জহির, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মোঃ রাহাত হোসেন চৌধুরী শিমুল, সুনামগঞ্জের যুবনেতা হুমায়ূন রশিদ চৌধুরী, মোঃ এমদাদুল হক চৌধুরী মামুন, এসময় উপস্থিত ছিলেন বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এম সাইফুল ইসলাম জয়, দক্ষিণ সুরমার কন্ঠশিল্পী এস এম শাহজাহান, গাজী আলমগীর হোসাইন, মোঃ আবু তায়্যিব রুবেল, মোঃ আলিম উদ্দিন, রবিন আহমদ, দিলিপ মিয়া, মোঃ আইয়ুব আলী রেনি, মোঃ আলী হোসেন, আশিষ চন্দ্র দাস, মোঃ জালাল উদ্দিন, ব্যবসায়ী নেতা কামরুল ইসলাম, মোঃ সোহেল আহমদ, স্বপন চন্দ ও মোঃ সাগর আহমদ। সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত সদস্যদের মতামতে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরনে আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর করার সিলেট কল্যাণ সংস্থার পক্ষ থেকে মাননীয় বিভাগীয় কমিশনারের মাধ্যমে অভিনন্দন বার্তা প্রেরনের উদ্যোগ গ্রহণ করা হয়। সিলেট কল্যাণ সংস্থা’র মাধ্যমে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তর ও সিলেট-লন্ডন-সিলেট সরাসরি আন্তর্জাতিক ফাইট চালুর দাবীতে সংস্থার পক্ষ থেকে ২০০৬ সালে সরাসরি হজ্জ্বের ফাইট চালুর দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন থেকে শুরু করে লাগাতার অবস্থান কর্মসূচী, শোয়া কর্মসূচী, ১০ মিনিট বসা কর্মসূচী, গণ অনশন, সিলেট বিমান অফিস ঘেরাও, সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে পদযাত্রা ও ঘেরাও কর্মসূচী (যা আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় পন্ড হয়), স্মারকলিপি প্রদান, মতবিনিময় সভা, ইংল্যান্ডের লন্ডন শহরে সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচীসহ অর্ধশতাধিক কর্মসূচী গ্রহণ করে বাস্তবায়ন করা হয়। বিজ্ঞপ্তি