নবীগঞ্জে ট্রাক চাপায় নিহত স্কুল শিক্ষকের জানাজা সম্পন্ন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক চাপায় মৃত দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. এমদাদুর রহমান ওরফে আব্দুর রূপ (৫৫) জানাজার নামাজ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তার নিজ গ্রাম লোগাঁও মাঠে অনুষ্ঠিত হয়েছে। তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররাসহ কয়েক হাজার মুসল্লী অংশগ্রহণ করে। জানাজার নামাজ শেষে ছাত্র-ছাত্রীদের কান্নার রুলে এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হলে এক শোকাহত পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত সোমবার বিকাল সাড়ে ৪টায় দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. এমদাদুর রহমান ওরফে আব্দুর রূপ (৫০) স্কুল শেষে বাড়ি ফেরার পথে স্কুল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রী ছাউনীর সামনে রাস্তা পাড়াপারের সময় সিলেটগামী দ্রুত গতির একটি ইট বোঝাই ট্রাক (চট্টগ্রাম মেট্টো ট-১১-৪৫৮২) তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলের তার মর্মান্তিক মৃত্যু হয়। মূহুর্তের মধ্যেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত হাজার হাজার ছাত্র জনতা ঢাকা-সিলেট মহাসড়কে অবরুদ্ধ করে মিছিল দিতে থাকে। এক পর্যায়ে তারা মিছিল দিয়ে পাশ্ববর্তী গালিব পেট্টোল পাম্প, নাঈমা পেট্টোল পাম্প, রশিদ পেট্টোল পাম্পে আশ্রয় নেওয়া প্রায় ২০টি ট্রাক ভাংচুর করে। পরে তারা মিছিল করে রুস্তুমপুর টুলপ্লাজার দিকে যাওয়ার পথে আরো প্রায় ১০টি যাত্রীবাহী বাসসহ বিভিন্ন গাড়ী ভাংচুর করে। এ কপর্যায়ে রাত সোয়া ৭টায় রুস্তুমপুর টুলপ্লাজার পাশে গোপলার বাজার বাসস্ট্যান্ডে পুলিশ কর্তৃক আটক ঘাতক ট্রাকটিকে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিহত শিক্ষকের গ্রামের বাড়ি গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াক আলী জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।