৩নং ওয়াডর্ তালামীযের অভিষেক ও প্রশিক্ষন কমর্শালা অনুষ্ঠিত

IMG_6878 copyবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ফিতনা ফাসাদের যুগে তালামীয কর্মীদের গভীর পান্ডিত্য অজর্ন করতে হবে। পাশাপাশি দ্বীনি কমর্কান্ডে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। তিনি গত রবিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সিলেট মহানগরীর ৩ নং ওয়ার্ড তালামীযে ইসলামিয়ার অভিষেক ও প্রশিক্ষণ কমর্শালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর তালামীযের সভাপতি হুমায়ূনুর রহমান লেখন।
ওয়াডর্ শাখার সভাপতি হুসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুহুল আমীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর তালামীযের সহ সভাপতি এনাম উদ্দিন আহমদ, এম.সি কলেজ শাখার সাধারন সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, সুনামগঞ্জ জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, ১০নং ওয়ার্ড তালামীযের সভাপতি আতিকুর রহমান, সাধারন সম্পাদক মোত্তাকিন আলম, আখতার হোসাইন, হাফিজ মকসুদুল হক, সেলিম আহমদ, কামাল আহমদ, সাইফুল ইসলাম, শাকিল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি