সুনামগঞ্জের ৪নং সাব-সেক্টরের টেকেরঘাট সীমান্তের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধের স্মৃতিবিজরিত ৫নং সেক্টরের সুনামগঞ্জের চত্বরে ৭১’র স্বাধীনতাযুদ্ধেও চেতনাকে ধারণ করে সকল দেশ প্রেমিক নাগরিককে সন্ত্রাস ও নাশকতামুলক কর্মকান্ডের প্রতিকার ও প্রতিরোধে জাতীর বীর সন্তান মুক্তিযোদ্ধাগণ , শিক্ষক/শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সর্বস্থরের জনগণের সহযোগীতা চেয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি। এ সময় অন্যদের মধ্যে বীর শহীদ সিরাজ স্মৃতি সংসদের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও কমান্ডার রৌজ আলী, ইউনিয়ন কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবু তাহেরপুর, আব্দুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ, আ’লীগ নেতা হাফিজ উদ্দিন আহমদ পলাশ, রঞ্জু মুখার্জী, স্বপন কুমার দাস, হাজি আলকাছ উদ্দিন খন্দকার, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,জাহের আলী, ছিদ্দিক আলী সরকার, হাজি ফরিদগাজী, হাজি নুর মিয়া, হাজি কুদ্দুছ মিয়া, আব্দুল মন্নাফ, ছাত্রলীগ নেতা আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক/শিক্ষার্থী মসজিদের ইমাম, বীরমুক্তিযোদ্ধাগণ ছাড়াও তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর থানা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।