ছাতকে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি : ছাতকে পানিতে ডুবে সাফওয়ান (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লা আতা গ্রামে এ ঘটনাটি ঘটে। সে একই গ্রামের তাজ উদ্দিন’র পুত্র। জানা যায়, বিকেলে অন্যান্য শিশুদের সাথে সাফওয়ান খেলা করছিল। সন্ধ্যা হয়ে আসলে সে ঘরে না ফেরায় পরিবারের লোকজনরা খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ীর পূর্বে পুকুর থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।