ছাতকে সড়ক দূর্ঘটনায় মহিলাসহ ৫ব্যক্তি আহত
ছাতক প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকায় সিএনজির সাথে বক্সীর মুখোমূখী সংঘর্ষে মহিলাসহ ৫ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর সড়কের হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত সিএনজি (সুনামগঞ্জ-থ-১১-০২৫৪) ও বক্সী (ঢাকা মেট্র-চ-১৫-৪৮৪৫) গাড়ি দুটি জব্ধ করা হয়েছে। আহতরা সিএনজির যাত্রী। এর মধ্যে একজনকে গুরুতর আহতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক জানা যায়নি। জানা যায়, জাউয়া থেকে সিলেটগামী সিএনজি অটো রিকশা জালালপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বক্্রী মুখোমূখী সংঘর্ষ ঘটলে সিএনজি যাত্রী নিয়ে রাস্তায় উল্টে যায়। এ সুযোগে বক্্রী নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রত্যেক্ষদর্শীরা আটক করে হাইওয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গাড়ি জব্দ করা ফাঁড়িতে নিয়ে যান।