দক্ষিন সুরমা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিএনপির, ছাত্রদল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবী, গুম, খুনের প্রতিবাদে দক্ষিন সুরমা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গুম, খুন, হত্যার প্রতিবাদে ও হরতাল অবরোধের সমর্থনে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় দক্ষিন সুরমার উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাবনা পয়েন্ট থেকে শুরু হয়ে পুরাতন রেলষ্টেশনে গিয়ে এক সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে। দেশের সাধারন মানুষ আজ কারাবন্ধি হয়ে রয়েছে। যানমালের নিরাপত্তা যে সরকার দিতে পারেনা সে সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। বিএনপিকে ধ্বংশ করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এই অবৈধ আওয়ামী সরকার। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে গুম করা হয়েছে, এম ইলিয়াস আলী, আনিসুর রহমান তালুকদার খোকন, ইফতেখাÍ আহমদ দিনার, জুনেদ আহমদকে একি কায়দায় গুম করে রাখা হয়েছে।ছাত্রদল নেতাকর্মীরা আরো বলেন যে সকল নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে রাখা হয়েছে, এবং গুমকৃত সকল নেতৃবৃন্দের দাবী জানান। মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা সুহেল ইবনে রাজা,শাহজাহান আহমদ, রিপন আহমদ, আশরাফ উদ্দিন, সুমন আহমদ বিপ্লব, সামছুউদ্দিন শুভ, জামিল আহমদ, আব্দু সামাদ, জামিল আহমদ জমির, আরাফাত আহমদ পলাশ, ইয়াসিন আহমদ ফাহিম, আবু সালেহ, সামাদ আহমদ, রেজওয়ান টিপু, লুৎফুর রহমান, জয়নাল আবেদিন জয়, আব্দুল লতিফ, আবুল কালাম, আল আমিন স্বপন, পাভেল আহমদ, রুবেল আহমদ, কামিল আহমদ, সাহেদুল ইসলাম, সুমন আহমদ প্রমুখ।