ছাতকে পৃথক অভিযানে গাজা-মদসহ নাসির বিড়ি উদ্ধার, গ্রেফতার ২
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি: ছাতকে পৃথক অভিযানে ৫বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ গাজা ও নাসির বিড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার দোলার বাজার ইউনিয়নের জাহিদপুর পুরান বাজার ও শুক্রবার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজার থেকে এসব মদ, গাজাসহ নাসির বিড়ি উদ্ধার করতে সক্ষম হয় থানা পুলিশের এস আই অমিতাভ তালুকদার, এসআই চম্পক ও কামাল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জাহিদপুর পুরান বাজারের রহমত উল্ল্যা ওরফে রফিক-ফজির আলীর দোকান থেকে ৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় জামাল উদ্দিনের দোকান থেকে ৩হাজার নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ ব্যবসায়ী জামাল ুপালিয়ে যায়। জামাল উদ্দিন স্থানীয় মোহাম্মদপুর গ্রামের মৃত মজর আলীর পুত্র ও রহমত উল্ল্যা ওরফে রফিক-ফজির আলী জাহিদপুর গ্রামের মৃত জুনেদ আলীর পুত্র। এদিকে শুক্রবার উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজার থেকে ১০পুড়িয়া গাজাসহ শহিদুর রহমান নামের এক গাজা ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। সে স্থানীয় লাকেশ্বর মাঝপাড়া গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র।