এমসি কলেজের ইঃ ইতিহাস বিভাগের ক্রিকেটে বিজয়ী অনার্স পুরাতন ২বর্ষ
মুকিত তুহিন: এমসি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের আন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ২য় দিনের খেলায় বিজয়ী হয়েছে অনার্স পুরাতন ২য় বর্ষ। শনিবার খেলার শুরুতে মাস্টার্স শেষ বর্ষের অধিনায়ক জাহান আহমদ টচে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে মাস্টার্স ১১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৪৮ রান করে । পরবর্তিতে অনার্স পুরাতন ২য় বর্ষ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় লাভ করে। খেলায় ২০ রান করে সাজ্জাদ ম্যান অব দ্যা ম্যাচের গৌরভ অর্জন করেন। খেলায় আম্পয়ারের দায়িত্ব পালন করেন তাজুল ও সাজ্জাদ । খেলাটি সকাল ১০টায় এমসি কলেজ মাঠে অনুষ্টিত হয়।এ সময় দর্শকের সারিতে ছিলেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজুল ফজলে ও প্রভাষক আব্দুল বাছিত সহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।