নর্থ ইষ্ট মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটের উদ্বোধন

Northনর্থ ইষ্ট মেডিকেল কলেজে যাত্র শুরু করলো ডেন্টাল ইউনিট । গতকাল শনিবার সকাল দশটায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ১নং ফাহিম গ্যালারিতে ডেন্টাল ইউনিটের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও ১ম বর্ষ বি ডি এস ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে প্রারম্ভিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির স্কুল অব মেডিকেল সায়েন্সেসের ডীন প্রফেসর ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী ও নর্থ ইষ্ট মেডিকেল লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ আফজাল মিয়া । সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ নুরুল আম্বিয়া চৌধুরী । শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর কিডনী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ নজমুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ নিজাম জাহিদ, ডাঃ অরুপ কুমার শাহা, ডাঃ নাবিলা খাতুন , ডাঃ সৈয়দা উম্মে ফাহমিদা ।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল হাই আজাদ বাবলা । প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য্য ড. আমিনুল হক ভূইয়া বলেন, নর্থ ইষ্ট ডেন্টাল ইউনিটের শিক্ষা কার্যক্রম শুরুর মাধম্যে সিলেট তথা দেশের দন্ত চিকিৎসার ক্ষেত্রে শুভ সূচনা করলো । তাদের এই যাত্রা দেশ ও জাতীর কল্যানে অগ্রনী ভূমিকা রাখবে । তিনি শিক্ষার্থীদেরকে নিজেদেকে রাজনীতির বাহিরে রেখে নিয়মিত অধ্যাবসায় করে কাংখিত লক্ষ অর্জনের পরামর্শ দেন । বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী বলেন ,নর্থ ইষ্ট মেডিকেল কলেজ তাদের শিক্ষার পরিধিকে বিস্থার করছে ব্যাপক ভাবে । তার ধারাবাহিকতায় যাত্রা শুরু করলো ডেন্টাল ইউনিটের । তিনি বলেন শুধু নতুন ইউনিট খুলে বসে থাকা নয় সাথে সাথে শিক্ষা ও সেবার মান বজায় রাখাও কর্তিপক্ষের দায়িত্ব । প্রফেসর ডাঃ আফজাল মিয়া বলেন ,নর্থ ইষ্ট মেডিকেলের প্রতিটি ইউনিটের ক্ষেত্রে শিক্ষা প্রদান ও শিক্ষা গবেষণাকে সর্বাধিক গুরুত্বের সাথে তত্বাবধান করা হয় । তিনি বলেন আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ রাজনীতি মুক্ত পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে থাকে । শিক্ষাদানে আমরা আপোষহীন । তিনি আশা ব্যক্ত করেন ডেন্টাল ইউনিট ও সেই ধারাবাহিকতায় এগিয়ে যাবে সুন্দর ও সার্থক ভাবে । সভাপতির বক্তব্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ নূরুল আম্বিয়া চৌধুরী বলেন নবাগত শিক্ষার্থীদের নিয়মিত পাঠ গ্রহণ ও ধর্য্যরে সাথে অধ্যাবসায় চালিয়ে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলার আহবান করেন । তিনি নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট এর কার্যক্রম এর শুভযাত্রার জন্য উপাচার্য্য ড. আমিনুল হক ভুইয়ার অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান । অনুষ্ঠানে নতুন ছাত্রছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন ফৌজিয়া সুলতানা ও মিনহাজ রউফ । অনুষ্টানের শুরুতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমের উপর একটি প্রামান্যচিত্র প্রদর্শনী করা হয় । বিজ্ঞপ্তি