গ্যালারিতে পুলিশের হাতে মার খেলো ভারত-সমর্থক (ভিডিও সহ)
সুরমা টাইমস ডেস্কঃ চলছে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এইসময় যেন আগুনে ঘি দিলেন এক ভারতীয় সমর্থক। বিদ্রুপাত্মক মন্তব্য ছুঁড়ে দিলেন টাইগারদের জন্য গলা ফাটানো দর্শকদের দিকে।
আর পায় কে! দুই দলের মধ্যে লেগে গেল ধুন্ধুমার। তার মাঝেই শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত বাহিনী এসে হাজির। তারা বোঝার চেষ্টা করলেন বিষয়টা কী।
শেষপর্যন্ত উস্কানিমূলক মন্তব্য করা ভারতীয় দর্শককেই দোষী সাব্যস্ত করলেন তারা। টেনে হিঁচড়ে নিয়ে গেলেন তাকে গ্যালারির বাইরে।
ভারতেরই আরেক সমর্থক এই দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করে ছেড়ে দিয়েছেন ইউটিউবে। টুইট করেছেন- গ্যালারিতে বাংলাদেশের জয়! সেই টুইট নিয়ে ভারতের দর্শকদের মধ্যে আরেকবার শোরগোল। ক্রিকেট উন্মাদনা বোধহয় একেই বলে!
https://youtube.com/watch?v=DR2DOTBgWVY