মৌলভীবাজার এনডিএফ’র জেলা কমিটির বর্ধিত সভা
সাম্রাজ্যবাদ ও তার দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় গণতান্তিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির এক বর্ধিত সভায় বক্তারা বলেন আন্তঃ সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ায় বিশ^ বাজার পুনঃবন্টন প্রশ্নে দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ, আঞ্চলিক যুদ্ধ বৃদ্ধি পেয়ে বিশ^যুদ্ধের বিপদ বেড়ে চলেছে। যার প্রভাব পড়ছে আমাদের দেশের সাম্রাজ্যবাদের দালাল মহাজোট-জোটের মধ্যে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ প্রস্তুতিকে সামনে রেখে পরিকল্পনা অগ্রসর করে চলেছে। মার্কিন সাম্রাজ্যবাদ এশিয়া-প্যাসিফিক রণনীতির অংশ হিসেবে বাংলাদেশে তার প্রাধান্যকারী অবস্থান বজায় রেখে অগ্রসর হওয়ার জন্য বিভিন্ন চুক্তি করাসহ সোফা, আকসা ইত্যাদি চুক্তি, সামরিক ঘাঁটি নির্মাণ ও সেনা উপস্থিতি করতে চায়। মার্কিন সাম্রাজ্যবাদ তার আগ্রাসী যুদ্ধ তৎপরতায় বাংলাদেশকে যুক্ত করতে চায়। আবার মার্কিনের প্রতিপক্ষ হিসাবে সাম্রাজ্যবাদী রাশিয়া ও পুঁজিবাদী চীন তাদের ক্রমবর্ধমান শক্তির প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার অংশ হিসাবে বাংলাদেশে তাদের শক্তি বৃদ্ধিতে তৎপর। আন্তঃসাম্রাজ্যবাদী এই দ্বন্দ্বের প্রভাব পড়ছে আমাদের দেশেও। ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে বাংলাদেশকে নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেয়ে এদেশকে নিয়ন্ত্রণের প্রশ্নে যুদ্ধে জড়িয়ে ফেলার অপতৎতপরতা চলছে। ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক-রাজনৈতিক তথা সামগ্রিক সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এদেশকে নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে শাসক-শোষকগোষ্ঠীর ক্ষমতায় থাকা ও যাওয়া নিয়ে কামড়াকামড়ি, খেয়োখেয়ী দ্বন্দ্ব-সংঘাতে রূপ পেয়েছে। ক্ষমতার এ দ্বন্দ্ব শুধু ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই বরং সাম্রাজ্যবাদী প্রভূ পরিবর্তনের দিককে সামনে আনছে। ফলে দ্বন্দ্ব-সংঘাত বৃদ্ধি পেয়ে নৈরাজিক ও বিশৃঙ্খল পরিস্থিতি গভীরতর হওয়ার বিপদ বাড়ছে। দেশকে নিয়ে সাম্রাজ্যবাদ ও তার দালালদের জন ও জাতীয় স্বার্থ বিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে দাড়াতে হবে। দেশের সকল সমস্যার জন্য দায়ী সাম্রাজ্যবাদ-সামন্তবাদ-আমলা দালাল পুঁজির বিরুদ্ধে দেশের সকল দেমপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোদলন গড়ে তোলার আহবান জানান। ২০ মার্চ সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে এনডিএফ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্টিত বর্ধিত সভায় বক্তারা এই আহবান জানান। সভায় বক্তব্য রাখেন এনডিএফ জেলা কমিটির অন্যতম নেতা ও ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, এনডিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির প্রচার সম্পাদক সোহেল আহমেদ, হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন প্রমূখ। সভায় সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে জেলা কমিটি পুর্ণগঠনের লক্ষ্যে আগামী ৫ জুন কর্মী সম্মেলন করার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি