বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে
আত্ম মানবতার সেবায় সহায়ক ভূমিকা পালন করতে দৃঢ় প্রত্যয় সূর্যোদয় এতিম স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে অরাজনৈতিক সামাজিক সংগঠন সূর্যোদয় যুব সংঘ এর উদ্যোগে ১৭/০৩/২০১৫ মঙ্গলবার, ৬১ রংধনু চৌকিদেখী ৬নং ওয়ার্ডে জাতীয় শিশু দিবস ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। সুর্যোদয় এতিম স্কুলের ও সূর্যোদয় যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ২০১৩ সালের সিলেট বিভাগের শ্রেষ্ট যুব সংগঠক পদক প্রাপ্ত মোঃ হাসান তালুকদার সোহেলের সভাপতিত্বে স্কুল ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.কে কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন দৈনিক সবুজ সিলেট পত্রিকার বিজ্ঞাপন বিভাগের এসিস্টেন্ট ম্যানেজার রাজিব ঘোষ। সভায় প্রধান অতিথির জন্ম দিন থাকায় স্কুলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনের সহ সভাপতি শামীম কবির, সবুজ সিলেট পত্রিকার ফটো সাংবাদিক ইদ্রিস আলী, মোঃ বাপ্পি, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সহশিক্ষা সম্পাদক মোঃ আল আমিন, কারিগরি ও মেধা বিষয়ক সম্পাদক কাওছার মিয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক রিজিওয়ান আহমদ রুহিত, সহ শীত বস্ত্র ও ত্রান বিষয়ক সম্পাদক রায়হান হোসেন সোহান, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আইয়ূব আলী (রেনি) বৃক্ষ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ তাজু মিয়া, হিন্দু ধর্ম সম্পাদক সুজন দে প্রমুখ। প্রধান অতিথি বঙ্গবন্ধুর জন্ম দিনের কেক কেটে একাত্মতা পুষণ করেন ও সূর্যোদয় যুব সংঘের নেতৃবৃন্দ ও স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে তার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য স্কুলের শিক্ষার্থী ও সূর্যোদয় যুব সংঘের নেতৃবৃন্দদেরকে প্রধান অতিথি অভিনন্দন জানান। পরে মোনাজাত করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও সংগঠনের ধর্ম সম্পাদক মৌলভী শহিদুল ইসলাম। বক্তারা আরো বলেন সূর্যোদয় এতিম স্কুল সুবিধা বঞ্চিত ও ঝড়ে পড়া ছিন্নমূল শিশুদের একটি আদর্শ বান স্কুল গড়ে তুলতে সকল সচেতন মানুষের সহযোগিতা ও এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি