দক্ষিন সুরমার জৈনপুরস্থ শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবাপীঠে বাৎসরিক পূজা ২৬ মার্চ শুরু
প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রীশ্রী মহালক্ষী দেবীর বাৎসরিক পুজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিলেট মহানগরীর দক্ষিন সুরমা জৈনপুরস্থ শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠ-এ এই পুজা অনুষ্টিত হবে। অনুষ্ঠান সুচির মধ্যে রয়েছে ২৬ মার্চ বৃহস্পতিবার মহাসপ্তমী পুজা, ২৭ মার্চ শুক্রবার মহাঅষ্টমী পুজা, ২৮ মার্চ শনিবার মহানবমী পুজা ও ২৯ মার্চ মহাদশমী পুজা। প্রতিদিন দুপুর ১টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়া পুজা, পুস্পাঞ্জলী প্রদান, কীর্ত্তন, চন্ডিপাঠ, আরতি সহ নানা কর্মসুচি রয়েছে। উল্লেখ্য, পৌরাণিক তন্ত্রোক্ত ৫১টি শক্তিপিঠের অন্যতম গ্রীবা মহাপীঠ হলো জৈনপুর দক্ষিন সুরমা সিলেটের শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠ। এই তীর্থ স্থানে প্রতি বছর বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী মহালক্ষী দেবীর বাৎসরিক পুজা অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের হাজার হাজার ভক্ত অনুরাগীর সমাগম ঘটে। এবারকার শ্রীশ্রী মহালক্ষী দেবীর বাৎসরিক পুজা অনুষ্ঠানে সর্বস্তরের ভক্তবৃন্দের স্বত:স্ফুর্ত উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি