জেলা বারের সাবেক সভাপতি আজিজুল মালিক চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
বিশিষ্ট আইনজীবী সমাজসেবি ও শিক্ষানুরাগী এবং সিলেট জেলা বারের সাবেক সভাপতি আজিজুল মালিক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন রোটারেক্ট ক্লাব অব সিলেট হলিল্যান্ড’র চার্ডাট প্রেসিডেন্ট সাদিকুজ্জামান, পাস প্রেসিডেন্ট ইব্রাহিম আহমদ কয়েছ, রোটারেক্টর আলী আহসান হাবিব, সভাপতি যুব প্রদকপ্রাপ্ত সমাজসেবি, রোটারেক্টর মোহাম্মদ শাহ আলম, আই পিপি নুসরাত জাহান নাদিরা, ভাইচ প্রেসিডেন্ট সুজন তালুকদার, সেক্রোটারী রাশেদ্জ্জুামান রাশেদ, সার্জেন দিলোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী মাহবুব ইকবাল মুন্না, ক্লাব সার্ভিস ডিরেক্টর হুমায়ুন রশিদ শাহীন, রোটারেক্টর আবদাল হোসেন নাহিদ, জেলি বেগম, বেলাল আহমদ, অলী আহমদ, মোঃ রায়হান আহমদ, মোঃ মাসুম আহমদ, মোঃ নজরুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি