দক্ষিণ সুরমায় নিহত শাহজাহানের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান
hasinaসুরমা টাইমস ডেস্কঃ দক্ষিণ সুরমার বদিকোনায় ট্রাকে দুর্বৃত্তদের বোমা হামলার ঘটনায় নিহত উপজেলা শ্রমিকলীগ নেতা অটোরিক্সা চালক শাহজাহান এর পরিবারকে প্রধানমন্ত্রী ঘোষিত ক্ষতিপূরণের ১০ লাখ টাকার অনুদানের চেক ১২ মার্চ ঢাকার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করা হয়।
নিহত শাহজাহানের মাতা হেনা বেগমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হস্তে এই চেক তাকে তুলে দেন। শাহজাহানের মাতা ও নিহতের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ নিজাম উদ্দীন তাদের এই দুঃসময়ে অনুদানের টাকা পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিবকে আন্তরিক অভিনন্দন ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ২৩ ফ্রেব্রুয়ারী আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ নিহত শাহজাহানের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় তিনি উক্ত অনুদানের টাকা প্রদানের ব্যাপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।