সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
সুরমা টাইমস ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য মিরাজ শিকদার (৪৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত কনস্টেবল মিরাজ গোলাপগঞ্জ সদর উপজেলার সোনাপুরের মৃত গোলাম মোস্তফা শিকদারের পুত্র। পুলিশ ও ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, দিরাই থানার কনস্টেবল মিরাজ গত বুধবার সকালে আসামী নিয়ে সুনামগঞ্জ আদালতে যান। আদালতে আসামী সোপর্দ করে দিরাই ফেরার পথে লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বেলা আড়াইটায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। তাৎক্ষণিক তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। গতকাল বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। কনস্টেবল মিরাজের মৃত্যু সংবাদ শুনে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ, দিরাই সার্কেলের এ.এস.পি.এফ.এম ফয়সাল ও দিরাই থানার ও.সি কয়েছ আলম ওসমানী হাসপাতালে ছুটে আসেন। ও.সি কয়েছ আলম জানান, ময়নাতদন্ত শেষে সিলেট পুলিশ লাইনে শুক্রবার সকালে জানাজা শেষে নিহতের লাশ গোলাপগঞ্জের তার গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হবে।