খেলাধুলা সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মানের প্রধান হাতিয়ার
বিশ্বনাথে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে পংকি খান
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আল-হেরা শপিং সিটির চেয়ারম্যান মো. পংকি খান বলেন, খেলাধুলা মানুষের শরীর গঠনের পাশাপাশি যুব-ছাত্র সমাজকে মাদকসহ অপরাধ প্রতনতা থেকে দূরে রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরী খেলাধুলা হচ্ছে সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মানের প্রধান হাতিয়ার। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথে উপজেলার পূর্ব চান্দশিরকাপন গ্রামের দক্ষিণের মাঠে সিক্সার কিংস ক্রিকেট ক্লাব আয়োজিত ‘১ম ১০ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ইং’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উদ্বোধকের বক্তব্যে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, ক্রিকেট খেলা বাংলাদেশকে বিশ্বের বুকে অনেক উচুঁ স্থানে নিয়ে গেছে। ভবিষ্যতে আরো অনেক এগিয়ে যাবে বাংলাদেশ। তাই সমাজের বিত্তবানদেরকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।
বিশ্বনাথ সদর ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার রহমত আলীর সভাপতিত্বে এবং সংগঠক সাইদ আহমদ ও পংকি মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শফিকউদ্দিন স্বপন, আওয়ামী লীগ নেতা ও প্রবাসী নূরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুবলীগ নেতা রফিক মিয়া। অনুষ্ঠানে এলাকার মুরব্বী মারফত আলী, আতাউর রহমান, আবদুর রাজ্জাক, সংগঠক মো. শাহজাহান, জাহাঙ্গীর আলম, মাসুক মিয়া, শেপু চৌধুরী, হাবিবুর রহমান, কবির উদ্দিন প্রমুখ উপস্থি ছিলেন। উদ্বোধনী খেলায় সিক্সার কিংস ক্রিকেট ক্লাব-বি ও সুরিরখাল রয়েল্যাস প্রতিদ্বন্দিতা করে।