হরতালের সমর্থনে শাহী ঈদগায় ছাত্রদলের মিছিল
২০ দলীয় জোটের ডাকা হরতাল- অবরোধের সমর্থনে নগরীর পূর্ব শাহী ঈদগাহে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল বিােভ মিছিল বের করে । মিছিলে উউপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল নেতা বেলায়ত হুসেন মোহন, আবু হানিফ, সুহেল পুরকাস্ত, জেলা ছাত্রদল নেতা অলি চৌধুরী, লুৎফুর রহমান, রুবেল ইসলাম, মিসলু আহমদ রাজ , শেখ ওয়াহিজ্জামান সোহান, সাইদ হুসেন, নাজমুল ইসলাম, রাজন আসচারজ, জুয়েল আহমদ নিপু , ফরহাদ আহমদ হৃদয় , ইমদাদুল হক রাহাত , সুফিয়ান আহমদ,সাব্বির আহমদ প্রমুখ । বিজ্ঞপ্তি