চুনারুঘাটের আমুরোডে ৩৬ তম ছুন্নি মহাসম্মেলন অনুষ্টিত
চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে আগ্রাবাদের পীর সাব হুজুরের আগমণ উপলক্ষে ৩৬ তম বাৎসরিক ছুন্নি মহাসম্মেলন গতকাল মঙ্গলবার আমুরোড মধ্য বাজারে অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে আলহাজ্ব ইয়াছিন তালুকদারের সভাপতিত্বে ও আব্দুল খালেক সরদারের সহ-সভাপতিত্বে অনুষ্টিত হয় ওয়াজ মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা উস্তাদুল উলামা শাইকুল হাদীস হাফেজ ক্বারী সৈয়দ আলহাজ্ব হযরতুল আল্লামা শাহ্ সাইফুর রহমান নিজামী, আগ্রাবাদ চট্রগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাও: শেখ মোশাহীদ আলী, উপাধ্যক্ষ, হাজী আলীম উল্লাহ্ সিনিয়র মাদ্রাসা, চুনারুঘাট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাও: আবু সাফওয়ান আশরাফুল ওয়াদুদ, হবিগঞ্জ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, আমুরোড বাজার সভাপতি ও বীর-মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ, বিশিষ্ট সমাজসেবক সালাউদ্দিন বাবরু, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক নুরুল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন শাহ্ মাও: আব্দুল মালেক, আ: জাহির মহালদার, শাহ্ কুতুব উদ্দিন আখঞ্জী, শাহ্ শাহীদ উদ্দিন আখঞ্জী, মো: শিবলু, শাহ্ ওয়াহিদ উদ্দিন আখঞ্জী ও সাংবাদিক এম এস জিলানী আখঞ্জী প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন মাও: ওমর ফারুক চৌধুরী, শিক্ষক: ইমাম আহমদ রেযা-শাহ্ শামছুদ্দিন আখঞ্জী (রহ:) সুন্নীয়া দাখিল মাদ্রাসা। মিলাদ পরিচালনা করেন মাও: শাহ্ মহিউদ্দিন আখঞ্জী। অনুষ্টান শেষে উপস্থিত মুসল্লীদেরকে নিয়ে আগ্রাবাদের পীর সাব হুজুরের মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি করা হয়।