ফাতেমা জাহান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান
আর্ন্তজাতিক নারী দিবস, ২০১৫ উপলক্ষ্যে আন্তর্জাতিক চিলড্রেন অ্যান্ড আর্থ ওয়েলফেয়ার সোসাইটি (সিইডব্লিউএস) এবং মিডিয়া এন্ড কমিউনিকেশন সার্ভিসেস (এমসিএস)-এর উদ্যোগে ৮ মার্চ ২০১৫, রাশিয়ান সেন্টার ফর সায়েন্স এন্ড কালচার-এ নারী উদ্যোক্তা মেলা, চিত্র প্রদর্শনী, কৃতি নারী সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টা ৩০মিনিটে নারী উদ্যোক্তা মেলা এবং চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রাশিয়ান সেন্টার ফর সায়েন্স এন্ড কালচার এর পরিচালক, মি. আলেকজান্ডার পি ডেমিন এবং মিসেস নাতালীয়া ডেমিনা, সিইডব্লিউএসের প্রেসিডেন্ট শরিফ উদ্দিন আহমেদ, এমসিএসের সিইও সারওয়ার মোহসীন, ফাতেমা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফাতেমা জাহান চৌধুরী, লার্ন বাংলা’র ব্যবস্থাপনা পরিচালক মেরী জুলিয়েট পিনহেরিও, বিউটিশিয়ান আমেনা হক, শিল্পী নুসরাত জাহান নাজলীসহ বিভিন্ন ক্ষেত্রের নারী প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিকাল ৩:০০টায় ‘নারীর ক্ষমতায়নে ক্ষুদ্র উদ্যোগ, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনার হুইল ৩২৮ এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান নাহিদ নাওয়াজ এর সভাপতিত্বে এই আলোচনা সভায় অংশ নেন নাজ ফারহানা, প্রেসিডেন্ট ডিডব্লিউসিসিআই, সাবরিনা রশীদ, পিএইচডি, সাইন্টিস্ট আইসিডিডিআরবি, সন্ধ্যায় দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ইংরেজি শব্দ শেখার কৌশল আবিষ্কার ও এ সম্পর্কিত গবেষনামূলক বই প্রকাশের জন্য ফাতেমা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও যমুনা প্রকাশনীর কর্ণধার জনাবা ফাতেমা জাহান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দশ নারীকে সম্মাননা স্মারকে ভূষিত করা হয়। বিজ্ঞপ্তি